মাগুরা প্রতিনিধি : মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। এ লাঠিখেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ  উদ্দীপনা। 

সোমবার বিকেলে মাগুরা নিজনান্দুয়ালী স্কুল মাঠে পৌর সভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়। মাগুরা, ঝিনাইদহ ও ফরিদপুরের ২৬টি দলের প্রায় ৩ শতাধিক লাঠিয়াল এ খেলায় অংশগ্রহণ করে। লাঠিখেলা দেখতে এ সময় কয়েক হাজার শিশু ও নারী-পুরুষ ভিড় জমায়।

মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর মেয়র মো. খুরশিদ হায়াদার টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাঠিখেলা এসোসিয়েশনের সম্পাদিকা শাহানা আক্তার চৌধুরী ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাকিবুল হাসান তুহিন। লাঠিখেলাকে কেন্দ্র করে বসেছিল গ্রামীণ মেলা।

(দ্য রিপোর্ট/এপি/অক্টোবর ১৮, ২০১৬)