চট্টগ্রামে ১৫ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৮শ ৭৫ বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে র্যাব-৭। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মিজানুর রহমান (৩৪) ও অন্তুমন্ডল (২৪)
সোমবার (১৮ অক্টোবর) মধ্যরাতে নগরীর টাইগার পাস এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব জানতে পারে যশোর থেকে ফেনসিডিল বহনকারী একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের আগ্রাবাদ ক্রস করে টাইগারপাস হয়ে নিউমার্কেটের দিকে আসছে।
এ তথ্যের ভিক্তিতে সোমবার রাতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র্যাবের একটি দল মহানগরীর কোতোয়লী থানাধীন টাইগারপাস এলাকার রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীতে কুলিয়ার চর ফিলিং স্টেশন এর সামনে চেকপোস্ট বসিয়ে কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশী চালায়। এ সময় র্যাবের সদস্যদের দেখে গাড়ির দুইজন দৌড়ে পালানোর সময় তাদের আটক করা হয়। পরে কার্ভাডভ্যানে তল্লাশী চালিয়ে ১৮শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
(দ্য রিপোর্ট/এমএইচএ/অক্টোবর ১৮, ২০১৬)