দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইরাক ফেরত ১১ জন শ্রমিক। রবিবার সকাল ১১টায় তারা ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনের পঞ্চম তলায় মন্ত্রীর দফতরের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) প্রবাসী কল্যাণমন্ত্রী দফতরে এসে পৌঁছাননি।

১১ মাস ধরে ইরাকে আটক ১৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত, দোষী রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ফেরত ১১ জনের ৮ মাসের বেতন ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

ইরাক ফেরত মোজাম্মেল হোসেন জানান, ‘যতদিন পর্যন্ত ইরাকে আটক ১৪ জনকে দেশে ফেরত আনা না হয়, ততদিন পর্যন্ত আমরা এ অবস্থান চালিয়ে যাব। রাতে প্রবাসী ভবনের নিচে থাকব এবং দিনে মন্ত্রীর দফতরের সামনে অবস্থান নেব ‘

তিনি বলেন, ‘প্রায় এক মাস আগে মন্ত্রী মহোদয় চারদিনের মধ্যে আটক শ্রমিকদের ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএমইটির ডিজিকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজও তাদের ফেরত আনা হয়নি।

এদিকে ইরাক ফেরত শাওন বলেন, ‘আমাদের ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা ফেরত আসতে পারলেও ইরাকে এখনও ১৪ জন ভাই নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফেরত আনতে হবে। এ জন্য আমরা যতদিন সম্ভব অনশন করব। প্রয়োজনে না খেয়ে থাকব।

অবস্থান কর্মসূচিতে ইরাক ফেরত মোজাম্মেল হক (দিনাজপুর সদর), শাওন আলী (মেহেরপুর), সুমন মিয়া (কুষ্টিয়ার ভেড়ামারা), মামুন মিয়া (কিশোরগঞ্জ), সালাহউদ্দিন (নোয়াখালী), মো. মাসুদ (টাঙ্গাইলের ঘাটাইল), জাকির হোসেন (বরিশাল), বকুল হোসেন (নওগাঁ), এমাজ উদ্দিন (নওগাঁ), শাহিন (নরসিংদী) ও এনামুল (মেহেরপুর) এবং ইরাকে আটক ১৪ শ্রমিকের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত আছেন।

(দ্য রিপোর্ট/কেএ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)