মুম্বাই বিমানবন্দরে মিস এশিয়া প্যাসিফিকের মুকুট জব্দ
দিরিপোর্ট২৪ ডেস্ক: মুম্বাই বিমানবন্দরে এ বছরের মিস এশিয়া প্যাসিফিক সৃষ্টি রানার মুকুট জব্দ করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতা শেষে দেশে ফেরার সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও জিনিউজের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হীরা ও বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে তৈরি মুকুটটি সঙ্গে আনার ব্যাপারটি সৃষ্টি বিমানবন্দরের কাস্টমস বিভাগকে জানাননি। এজন্যই মুকুটটি জব্দ করা হয়েছে। তবে শুল্ক পরিশোধের পর তাকে মুকুটটি ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
বুধবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত মিস এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে ৪৯ প্রতিযোগীকে পেছনে রেখে বিজয় মুকুট ছিনিয়ে নেন সৃষ্টি।
২১ বছরের বয়সী এই সুন্দরী মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড খেতাব জেতার পাশাপাশি সেরা ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ডও পেয়েছেন।
(দিরিপোর্ট২৪/কেএন/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)