রংপুরে ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত হচ্ছে
রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জে ড. ওয়াজেদ মিয়ার ৭২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। পীরগঞ্জের ফতেহপুরে রবিবার সকালে ড. ওয়াজেদের কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা।
পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএ নুর উন নবী এবং ড. ওয়াজেদ স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
দিনটি উপলক্ষে নেওয়া হয়েছে দুই দিনের কর্মসূচি। এ ছাড়াও বাদ জোহর রংপুর কেরামতিয়া মসজিদে বিশেষ দোয়া করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রংপুর জেলা পরিষদ অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
(দ্য রিপোর্ট/আরআই/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)