দ্য রিপোর্ট ডেস্ক : মূসা’দ্দাদ (রহঃ) ও হুসাইন আল মু'আল্লিম (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : তোমাদের কেউ প্রকৃত মু’মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে।

মুহাম্মদ ইবনুল মূসান্না (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। ১) আল্লাহ্ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া; ২) কাউকে খালিস দিলে আল্লাহ্‌র জন্যই মুহব্বত করা; ৩) কুফ্‌রীতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা।

(দ্য রিপোর্ট/এনআই/এআরই/অক্টোবর ২০, ২০১৬)