বরিশালে ১৫ কেজি গাঁজাসহ আটক ২
বরিশাল অফিস : বরিশাল লঞ্চঘাট থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার সকাল ১০টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- আবুল হোসেন (২২) ও শাহজালাল (২৫)। এদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল লঞ্চঘাটে অভিযান চালানো হয়। ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চে ভাঙ্গাড়ি মালামালের সঙ্গে ১৫ কেজি গাঁজা আনেন দুই বিক্রেতা। ঘাটের পন্টুনে গাঁজাসহ অবস্থানকালে তাদের আটক করা হয়।
আটককৃতদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মহিউদ্দিন।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)