কুষ্টিয়ায় কাজী আরেফসহ ৫ জাসদ নেতার মৃত্যুবার্ষিকী পালিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নানা আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
দৌলতপুর উপজেলা জাসদ ও ইয়াকুব আলী স্মৃতি সংসদ যৌথভাবে রবিবার সকালে শহীদ ইয়াকুব আলীর কবরস্থানে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে। এ ছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে আলোচনা সভা ও বিকেলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে, কাজী আরেফ সংসদের আয়োজনে শনিবার বিকেল ৪টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কাজী আরেফসহ ৫ জাসদ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রীর সহধর্মিণী ও নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আফরোজা হক রীনা। বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ হিল কাইয়ুম, জেলা জাসদ সভাপতি গোলাম মহসীনসহ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে দৌলতপুর উপজেলার কালিদাসপুর হাই স্কুল মাঠে এক জনসভায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমশের মণ্ডল।
(দ্য রিপোর্ট/এফএপি/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)