নোয়াখালীতে একক প্রার্থী দিতে ব্যর্থ আ’লীগ
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিলেও ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। যে কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব।
১৯ দলীয় জোট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী দিলেও আওয়ামী লীগের রয়েছেন একাধিক প্রার্থী। উভয় পদে প্রার্থী রয়েছেন ২ জন করে।
সদর পশ্চিমাঞ্চলের বাসিন্দা ও আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত রেজা চৌধুরী আরমান এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীনকে জেলা আওয়ামী লীগ সমর্থন জানায়। বর্তমান ভাইস চেয়ারম্যান এইচ এম সেলিম চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় একাধিক প্রার্থী নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় আওয়ামী দুই বিদ্রোহী প্রার্থী শওকত রেজা চৌধুরী আরমান ও এইচ এম মনিরুজ্জামান সেলিমকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় বুধবার। প্রতীক বরাদ্দের চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
প্রার্থীরা হচ্ছেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এএনএম মনিরুজ্জামান (দোয়াত-কলম), এইচ এম শওকত রেজা আরমান চৌধুরী (কাপ-পিরিচ), শিহাব উদ্দিন শাহীন (মোটরসাইকেল)। বিএনপি সমর্থিত মাহবুব আলমগীর আলো (টেলিফোন), জাসদ (ইনু) সমর্থিত মো. সলিম উল্যাহ (চিংড়ি মাছ), স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান রয়েল (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত দেলদার উদ্দিন চৌধুরী (তালা), কাজী জানিয়াত হোসেন (বই), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নূর হোসাইন (জাহাজ)। বিএনপি সমর্থিত লিয়াকত আলী খান (মাইক), জাপা সমর্থিত মো. আমির হোসেন রহিম (টিউবওয়েল), স্বতন্ত্র আবু বকর সিদ্দিক (উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নিলুফা মোমিন (কলস), জামায়াত সমর্থিত শামীমা আক্তার (সেলাইমেশিন), স্বতন্ত্র রাশিদা পারভীন (ফুটবল)।
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার অনুপম বড়ুয়া জানান, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দ হয়েছে।
(দ্য রিপোর্ট/এইউএম/একে/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)