মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২৫ কেজি ইলিশ, আড়াই হাজার মিটার কারেন্টজাল জব্দ ও ২ জেলের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও খালেকুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার (১৯ অক্টোবর) রাতে এ অভিযান চালায়।

ইউএনও খালেকুজ্জামান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাওয়া মৎস্য আড়তে অভিযান চালালে ইলিশ মাছ, কারেন্টজালসহ ২ জেলেকে আটক করা হয়। পরে আটক ২ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ মা ইলিশ স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/অক্টোবর ২০, ২০১৬)