দ্য রিপোর্ট ডেস্ক : নৃশংসভাবে স্বামী এবং তার দুই সন্তানকে হত্যা করেছে মধ্য প্রদেশের এক নারী৷ তিনটি খুন করেই থেমে থাকেননি তিনি৷ পরিবারের অন্য সাত সদস্যকেও আক্রমণ করেছিলেন তিনি৷ তাদেরও হত্যা করার চেষ্টা করেছিল৷ আর এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৩০ বছরের রাজওয়া কোলের৷

জানা গিয়েছে, নিজেকে ‘ঈশ্বর’ ভেবেই এমন কাজ করেছেন তিনি৷ জেরায় জানিয়েছেন, পরিবারের সদস্যদের হত্যা করার পিছনে তার কোনও দোষ নেই৷ তিনি স্বয়ং ‘ঈশ্বর’৷ আর তাই এ কাজ করার অধিকার তার আছে৷

রাজওয়াকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে করছে পুলিশ৷ হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হলে তিনি নিজেকে ‘দেবী’ বলে পরিচয় দেন৷ শুধু পুলিশ নয়, রাজওয়ার আইনজীবী জানিয়েছেন, মানসিক বিকারগ্রস্ত তার মক্কেল৷ আর তাই তাকে মুক্তি দেওয়া হোক৷

২০১২ সালে এই হত্যালীলা চালিয়েছিলেন রাজওয়া৷ আর এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত৷ যদিও পরে তার মানসিক অবস্থার কথা মাথায় রেখে সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়৷

(দ্য রিপোর্ট/এফএস/অক্টোবর ২০, ২০১৬)