ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দেবীনগরে আতিয়ার রহমান খাঁ (৪২) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নিজ গ্রামে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আতিয়ার ওই গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে।

রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় কুন্ডু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের মোল্লা ও খাঁ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে খাঁ বংশের আতিয়ার রহমানের বুকে বল্লম দিয়ে আঘাত করে প্রতিপক্ষের শাজাহান মোল্লার লোকজন। এতে ঘটনাস্থলেই আতিয়ার খাঁ নিহত হন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন দ্য রিপোর্টকে জানান, আমি ঢাকাতে আছি। তবে শুনেছি সামাজিক বিরোধের কারণে প্রতিপক্ষ দলের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। এর বেশি কিছু জানি না।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/অক্টোবর ২০, ২০১৬)