ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে পথনাটক ‘দ্য আর্ট ফিল্ম অব ভাঙ্গা কলসি’প্রদর্শিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে দুইবারে নাটকটি প্রদর্শিত হয়।

জানা গেছে, শনিবার রজতজয়ন্তী উপলক্ষে মঞ্চনাটক, অভিনয়, কৌতুক, গানসহ নানা কর্মসূচি নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটার।

কর্মসূচির অংশ হিসেবে খোন্দকার নাসির উদ্দিনের রচনায় ও থিয়েটারের মিনহাজ কাদির শাওনের পরিচালনায় ‘দ্য আর্ট অব ভাঙ্গা কলসি’ প্রদর্শিত হয়।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মিনহাজ কাদির শাওন, এনামূল হক, আতিকুর রহমান অনি, শারমিন আক্তার, রায়হান বাদশা রিপন, সোহাগ, জুয়েল ও তৌফিক।

এ সময় উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, ড. আব্দুল গফুর গাজী, থিয়েটারের সাবেক সভাপতি ইকবাল হোসাইন, বোরহান উদ্দিন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এম/অক্টোবর ২০, ২০১৬)