চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে স্ত্রী হত্যার মামলার রায়ে আদালত স্বামী হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন জানান, নগরীর ইপিজেড থানার কলসিদীঘি এলাকায় ২০১৪ সালে ৩ অক্টোবর স্ত্রী রীনা খানকে হত্যা করেন স্বামী হাবিবুর রহমান। পারিবারিক অশান্তির জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে মামলা দায়েরের পর পুলিশ একই বছরের ৩১ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দালিখ করে। পরে আদালত ২০১৫ সালের ৫ অক্টোবর চার্জ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষী গ্রহণ শেষে বৃহস্পতিবার স্ত্রী হত্যার দায়ের হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ সময় আসামি হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন বলেন, সন্দেহাতীতভাবে স্ত্রী হত্যার প্রমাণ পাওয়ায় আদালত হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
(দ্য রিপোর্ট/এম/অক্টোবর ২০, ২০১৬)