দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় বিমান হামলা চালিয়ে দুই শতাধিক কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে তুরস্কের সেনাবাহিনী।

দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আলেপ্পোর উত্তরাঞ্চলে মারাত ওম হায়শ শহরের ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা।

তুরস্কের সেনাবাহিনীর বরাত দিয়ে আনাদোলু জানায়, বুধবার (১৯ অক্টোবর) রাতে চালানো বিমান হামলায় পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) নামে বাহিনীর ১৬০ থেকে ২০০ যোদ্ধা মারা যায়। ওয়াইপিজির কার্যালয় হিসেবে ব্যবহৃত নয়টি ভবন ও বেশ কয়েকটি যুদ্ধযান তুর্কি হামলায় বিধ্বস্ত হয়েছে।

সূত্র : আল জাজিরা।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/এনআই/অক্টোবর ২০, ২০১৬)