দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দরের গোলচত্বর এলাকায় এক যাত্রীবাহী ‍বাসের ধাক্কায় আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বন্ধু রাজু আহমেদ দ্য রিপোর্টকে জানান, রাজু আহমেদের বিদেশগামী এক আত্মীয় কাউসার আহমেদকে বিমানবন্দরে এগিয়ে দিতে আসেন। কাউসারকে বিমানবন্দরের ভেতরে পাঠিয়ে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় রিয়াদ পরিবহনের এক বাসের ধাক্কায় সে আহত হন। প্রথমে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তারা হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ঢাকায় আসেন।

আব্দুর রহমান স্থানীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হোম জরিপের কাজ করেন।

ঢামেকের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরএস/এপি/এনআই/অক্টোবর ২০, ২০১৬)