দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স চাপায় আহত রমজান আলী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি আইসিইউতে মারা যান। রমজান আলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

তার স্ত্রী সাথী আক্তার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বর্তমানে রায়েরবাগের মিরাজ নগর এলাকায় ভাড়া থাকতেন। রমজান গুলশানে শাইন পুকুরের একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সাথী আক্তারকে ডাক্তার দেখাতে ঢামেকে গিয়েছিলেন তারা দুইজন। দুই ছেলেকে নিয়ে অসহায় হয়ে গেছেন সাথী। বড় ছেলে সামী (৮) এবার স্কুলে ভর্তি হয়েছে এবং সাদের বয়স দুই বছর। স্বামী হারিয়ে সে এখন দিশেহারা।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার জেসমিন নাহার রমজান আলীর মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে মা ছেলেসহ ৪ জন নিহত হয়। এ ঘটনায় রমজান আলীসহ আরও ৩ জন আহত হয়ে।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/এনআই/অক্টোবর ২১, ২০১৬)