দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিকেটে অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ভারত। এর মধ্যে যেমন সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলায় তারা এগিয়ে রয়েছে, তেমনি ওয়ানডেতে সবচেয়ে বেশি হারের ক্ষেত্রেও তারাই এগিয়ে রয়েছে।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারত এ অব্দি ৯০১টি ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৪০০টি ম্যাচে পেয়েছে হারের স্বাদ।

জয়ের ক্ষেত্রে ভারত তৃতীয় স্থানে থাকলেও হারের দিক দিয়ে কিন্তু তারাই শীর্ষে অবস্থান করছে। আর তাদের পরেই অবস্থান করছে পাকিস্তান। তারা মোট ৩৮৩টি ম্যাচে পরাজিত হয়েছে। আর তৃতীয় স্থানটি দখল করেছে শ্রীলঙ্কা (৩৭৩ হার)। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (৩৪৯ হার), জিম্বাবুয়ে (৩৩৭ হার), ওয়েস্ট ইন্ডিজ (৩৩৬ হার), ইংল্যান্ড (৩১৮ হার), অস্ট্রেলিয়া (৩০০ হার) রয়েছে।

আর জয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ৫৪৭টি ম্যাচে জয় পেয়েছে। ৪৫৬টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। আর ভারত ৪৫৫টি ম্যাচে জয় নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এরপর রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা (৩৬৫ জয়), দক্ষিণ আফ্রিকা (৩৪৮ জয়), ইংল্যান্ড (৩২৮ জয়), নিউজিল্যান্ড (৩১১ জয়) এবং জিম্বাবুয়ে (১২২ জয়)।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/অক্টোবর ২১, ২০১৬)