বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুব হোসেন।
বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার তিনি এ দাবি জানান।
অবিলম্বে সুপ্রিমকোর্টের একজন বিচারকের নেতৃত্বে বাংলাদেশ বার কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, মানবাধিকার সংস্থাসহ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করার এবং স্বল্প সময়ের মধ্যে কমিটির তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান খন্দকার মাহবুব।
বর্তমান সরকারের দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে বিরোধী মতবাদের ছাত্র ও সাধারণ ছাত্রদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নির্বিঘ্নে বর্বরোচিত হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সরকারের আমলে বিভিন্ন সময় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানান এই সিনিয়র আইনজীবী।
সরকার এ দাবি পালন না করলে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সংস্থার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান খন্দকার মাহবুব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এসএ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)