মুন্সীগঞ্জ প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় মুন্সীগঞ্জের ১৫ জেলের ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি মা ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) ভোরে লৌহজং উপজেলার মাওয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএস শাহীনের নেতৃত্বে পদ্মা এ অভিযান চালানো হয়।

মাওয়া নৌ-ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জেলেদের জরিমানা, মা ইলিশ ও কারেন্ট জাল জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা ইলিশ মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএস/এনআই/অক্টোবর ২১, ২০১৬)