স্পট মার্কেটে দুই কোম্পানি
দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের পূর্বে সোমবার থেকে স্পট ও ব্লক অডলট মার্কেটে লেনদেন হবে দুই কোম্পানির শেয়ার। কোম্পানি দুইটি হচ্ছে- গ্রামীণফোন ও এইচআর টেক্সটাইল।
আগামী ১৭ ফেব্রুয়ারি, সোমবার থেকে ১৯ ফেব্রুয়ারি, বুধবার পর্যন্ত এ দুই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। স্পট মার্কেটের লেনদেন নিষ্পত্তির নিয়মানুযায়ী এ দুই কোম্পানির শেয়ার লেনদেন হবে। আগামী ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত থাকবে। তবে ২৪ ফেব্রুয়ারি, রবিবার থেকে যথারীতি লেনদেন চলবে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএইচ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)