দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সম্মেলনস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মঞ্চ ও এর আশপাশের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, এ সম্মেলন ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হবে। এক কথায় সম্মেলনের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, সারা শহরে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সম্মেলনস্থলে ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন।

তিনি বলেন, সম্মেলনে ৫২ জন বিদেশি উপস্থিত থাকার কথা রয়েছে। তারা কে কোন পথে যাতায়াত করবেন সে বিষয়ে দলীয়ভাবে ও পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ জনগণের চলাচল প্রসঙ্গে তিনি বলেন, সারা দিন ভিভিআইপি, ভিআইপিরা চলাচল করবেন না। তারা চলাচল যখন করবে তখন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাকি সময় স্বাভাবিক থাকবে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/পিএম/এমআরএস/এস/এম/অক্টোবর ২১, ২০১৭)