দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের নতুন কমিটিতে নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন ও স্লোগান প্রসঙ্গে দলটির বর্তমান সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘এসব স্লোগান কাজে আসবে না।’

শুক্রবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক নৈশভোজ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কী ধরনের চমক থাকছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আর প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানে না নতুন চমক কী থাকছে। রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে।’

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে আশরাফ বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের (শনিবার) মধ্যে শেষ হবে।’

উৎসবমুখর পরিবেশে শনিবার (২২ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া দলটির ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান দলটির বর্তমান সাধারণ সম্পাদক।

দুদিনব্যাপী এ সম্মেলনের পূর্বে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।

(দ্য রিপোর্ট/এমএ/এস/এম/এনআই/অক্টোবর ২১, ২০১৬)