দ্য রিপোর্ট ডেস্ক : সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইয়ামাল উপদ্বীপে রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে শুক্রবার (২১ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সিনহুয়ার সংবাদে বলা হয়, এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ২১ জন আরোহী মারা যান। আর তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ‍দুর্ঘটনার পর রাশিয়ার উদ্ধারকারী দল বিধ্বস্ত অবস্থায় হেলিকপ্টারটি পায়।

রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্টের একজন কর্মকর্তা জানান, দুটি ব্ল্যাক বক্সই পাওয়া গেছে। যেখানে ডাটা রেকর্ডার ও ভয়েস রেকর্ডারও পাওয়া গেছে। তদন্তের পর দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ২২ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয় তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/কেআই/এমকে/এনআই/অক্টোবর ২২, ২০১৬)