দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে কাঁচকুরা এলাকার একটি বাসায় মুন্নি আক্তার (২০) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই তার স্বামী মো. রুবেল পলাতক।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

গৃহবধূ মুন্নি আক্তার গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মো. মোতালেবের মেয়ে।

উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল হক জানান, দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। মুন্নির স্বামী রুবেল একজন মাদকাসক্ত। সে নেশার টাকার জন্য প্রায়ই মুন্নিকে মারধর করত। এ জন্য মুন্নি রাগ করে ১৭ অক্টোবর তার বাবার বাড়ি চলে যায়। শুক্রবার সন্ধ্যায় রুবেল মুন্নিকে মোবাইল করে বাড়িতে নিয়ে আসে। পরে রাত ৮টার দিকে রুবেল মোবাইল করে মুন্নির বাবাকে জানায় যে, মুন্নি অসুস্থ। তাকে দক্ষিণখানের কেসি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন মুন্নির বাবাসহ আত্মীয়রা এসে দেখে মুন্নি মারা গেছে। ওসি আরও জানান, নেশার টাকা না পেয়ে রুবেল মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এইচ/এমকে/এনআই/এনটি/অক্টোবর ২২, ২০১৬)