রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জের ধরে আশরাফুল ইসলাম ওরফে রুবেল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে তানোরের মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম মুণ্ডুমালা পৌরসভার গৌরাঙ্গপুর এলাকার আবদুর রশিদ মাস্টারের ছেলে।

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- নিহতের প্রতিবেশী মোনতাজ আলী (৫৫) ও তার ছেলে আবদুল্লাহ ওরফে বাবু (৩০)।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, আবদুর রশিদ মাস্টারের সঙ্গে মোনতাজ আলীর জমি নিয়ে বিরোধ ছিল। শনিবার সকালে মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে আবদুর রশিদের ছেলে রুবেলকে একা পেয়ে মোনতাজের ছেলে বাবু ও তার জামাতা আতাউর রহমান তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করারও প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এইচ/এমকে/এনআই/অক্টোবর ২২, ২০১৬)