দ্য রিপোর্ট ডেস্ক : বিতর্কে জড়িয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তার বিরুদ্ধে অভিযোগ সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাতের। সম্প্রতি একটি ছবিতে দেখা গেছে সিআরসেভেন একটি বুদ্ধ মূর্তির বেদিতে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। আর তাতেই ক্ষুব্ধ বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এ বিষয়ে টুাইটারে প্রচুর মানুষ রোনালদোকে অনুরোধ করেছেন এই কাজের জন্য ক্ষমা প্রার্থনা করতে। এছাড়া ছবিটি সরিয়ে নেওয়ার অনুরোধও জানিয়েছেন অনেকে।

রোনালদোর একজন ফলোয়ার লিখেছেন, ‘এটা একটি সাধারণ জ্ঞানের বিষয় যে আপনি একটি ধর্মীয় মূর্তির ওপর পা রাখতে পারেন না।’

আরেকজন লিখেছেন, ‘দয়া করে এমন করবেন না। আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী।’

বেশিরভাগ এশিয়া মহাদেশের মানুষই রোনালদোর এই কাজের প্রতি ক্ষুব্ধ হয়েছেন। এর মধ্যে ভারত ও মায়ানমারের সমর্থকরাই এতে চটেছেন বেশি।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/অক্টোবর ২২, ২০১৬)