টোয়েন্টি২০ বিশ্বকাপের ট্রফি ঢাকায় আসবে ২৩ ফেব্রুয়ারি
দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন টোয়েন্টি২০ বিশ্বকাপের সোনালি ট্রফি ঢাকায় আসবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ট্রফি বরণে প্রস্তুত বাংলাদেশও। ঢাকায় আসার পর দেশের বিভিন্ন স্থানে ভ্রমণে বের হবে ট্রফি। ভ্রমণ শেষ করে আবারও ঢাকায় ফিরে আসবে ট্রফি; থাকবে বিশ্বকাপের পুরো সময়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ ফেব্রুয়ারি এসে পৌঁছাবে আইসিসি টোয়েন্টি২০ বিশ্বকাপের ট্রফি। এরপর ঢাকায় প্রদর্শনের পর ট্রফি চলে যাবে চট্টগ্রামে (২৫ ফেব্রুয়ারি)। বন্দরনগরীতে ২ দিন থাকবে সোনালি দূত।
চট্টগ্রাম ভ্রমণ শেষে ২৭ ফেব্রুয়ারি দুটি কুঁড়ি একটি পাতার জেলায় যাবে শিরোপা। সেখান থেকে সোজা আবারও ঢাকায় ফিরে আসবে স্বপ্নের ট্রফি।
আগামী ১৬ মার্চ উঠবে প্রতিযোগিতার পর্দা। শিরোপা জেতার লড়াইয়ে নামবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডসহ ক্রিকেট পরাশক্তিরা। প্রতিযোগিতার ফাইনাল হবে ৬ এপ্রিল।
(দ্য রিপোর্ট/এসএ/সিজি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)