হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিশেষ অভিযানে ৫১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২ পর থেকে শনিবার ভোর পযর্ন্ত জেলা শহরের বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

শনিবার জিজ্ঞাসাবাদের পর ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের ছেড়ে দেয়া হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিনই শহরের কোথাও না কোথাও ডাকাতির ঘটনা ঘটছে। তাই শহরে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। বিশেষ অভিযানের প্রথম দিনে রাত ১২টার পর ৫১ জনকে আটক করা হয়েছে।

শনিবার তাদের জিজ্ঞাসাবাদের পর স্থানীয় জনপ্রতিনিদিদের ও পরিবারের জিম্মায় ৪১ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১০ জনের কথা বার্তা সন্দেহজনক হওয়ায় এবং কোন জনপ্রতিনিধি তাদের পক্ষে না আসায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের এ বিশেষ অভিযান অব্যহত থাকবে।

(দ্য রিপোর্ট/একেএ/অক্টোবর ২২, ২০১৬)