দ্য রিপোর্ট ডেস্ক : জাপানের রাজধানী টোকিও ও পশ্চিমাঞ্চলে ভারি তুষারপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের কারণে হাজার হাজার বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এ ছাড়া ভারি তুষারপাতের কারণে অল্পদূরের বস্তু দেখা না যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে বিমান চলাচল।

গত সপ্তাহের তুষারঝড়ে রাজধানী টোকিওতে ১০.৬ ইঞ্চি পুরু বরফ জমেছে, যা ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত।

জাপানের সবচেয়ে বড় বিমানসংস্থা এএনএ হোল্ডিংস জানিয়েছে, ভারি তুষারপাতের কারণে ৩৩৮টি অভ্যন্তরীণ ফ্লাইট ও ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

টোকিওর পশ্চিমাঞ্চলের কাওয়াসাকিতে তুষারপাতের কারণে ব্রেক কাজ না করায় দুই ট্রেনের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। টোকিও ব্যস্ত সড়কগুলোতে তুষারপাতের কারণে যানজট তৈরি হয়েছে।

তুষারপাতের কারণে শনিবার রাজধানী ও আশপাশের এলাকার দুই লাখ ৪৬ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না। রবিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। (সূত্র : রয়টার্স)

(দ্য রিপোর্ট/কেএন/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)