দ্য রিপোর্ট ডেস্ক : মুহাম্মদ ইবনু সালাম (রহ.) ‘আয়িশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তাঁরা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন। একবার তাঁরা বললেন, ‘ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা তো আপনার মতো নই। আল্লাহ্ তা’আলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সব ত্রুটি মাফ করে দিয়েছেন।’ এ কথা শুনে তিনি রাগ করলেন, এমনকি তাঁর চেহারা মুবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল। এরপর তিনি বললেন: তোমাদের চাইতে আল্লাহকে আমিই বেশি ভয় করি ও বেশি জানি।

মুহাম্মদ ইবনু উবায়দুল্লাহ্ (রহ.) আবু উমামা ইবনু সাহল ইবনু হুনাইফ (রহ.) থেকে বর্ণিত, তিনি আবু সাঈদ খুদরী (রা.)-কে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: একবার আমি ঘুমন্ত অবস্থায় (স্বপ্নে) দেখলাম যে, লোকদেরকে আমার সামনে হাজির করা হচ্ছে। আর তাদের পরনে রয়েছে জামা। কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর উমর ইবনুল খাত্তাব (রা.)-কে আমার সামনে হাজির করা হলো এমন অবস্থায় যে, তিনি তাঁর জামা (এত লম্বা যে) টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি এর কী তা’বীর করেছেন? তিনি বললেন, (এ জামা মানে) দ্বীন।

(দ্য রিপোর্ট/এনআই/এম/অক্টোবর ২২, ২০১৬)