দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২২ অক্টোবর) সকালে শুরু হয়ে উপমহাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের অধিবেশন বিকেলে শেষ হয়। আর তার পাশেই বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এদিন বিকেলে ছিল ‘শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব ২০১৬’-এর সমাপনী অনুষ্ঠান। মিলনায়তনপূর্ণ শিশু-দর্শক উপস্থিত ছিল অনুষ্ঠানে।

শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, চলচ্চিত্রনির্মাতা আশরাফ শিশির-সহ অনেকে উপস্থিত থেকে উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য থেকে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

শিশু একাডেমিসহ ৮টি বিভাগীয় শহরে গত ১৮ অক্টোবর শুরু হয়েছিল এ উৎসব। গত ১৮ অক্টোবর উদ্বোধন করেন মহিল ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

এবারের উৎসবে স্বল্প দৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও তথ্যচিত্রসহ মোট ১৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। উৎসবস্থলে আয়োজকেরা রাজধানী ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে শিশুদের বিনামূল্যে চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা করেছিল।

(দ্য রিপোর্ট/পিএস/এস/এম/অক্টোবর ২২, ২০১৬)