দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে চীনের প্রতিনিধিদল।

গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এ বৈঠক  হয়।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি জানান, চীনের ভাইস প্রেসিডেন্ট ঝেং জিয়াওসং (Zheng xiaosong)-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়রাপারসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। তবে বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

(দ্য রিপোর্ট/এমএইচ/এম/অক্টোবর ২১, ২০১৬)