দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি প্রশান্ত রাজ উরস নামক এক যুবক এমন এক ধরনের মোবাইলফোন তৈরি করেছেন, যেটি পানিতে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এমনকি পানিতেও ডুববে না এটি!

ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে কমেট কোর নামের একটি কোম্পানি চালান প্রশান্ত। সেই কোম্পানির তরফেই তৈরি করা হয়েছে এই ফোন, যা পানিতে পড়ে গেলে ডু‌বে যাওয়ার পরিবর্তে ভাসতে থাকে। ফোনের ডিজাইন করেছেন প্রশান্ত নিজেই।

ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৪.৭ ইঞ্চির স্ক্রিন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০, ২ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, এবং ৪ জিবি র‌্যাম। কালো, সাদা ও সোনালি রঙে পাওয়া যাবে ফোনটি। এটির দাম পড়বে ১৬ থেকে ১৯ হাজার টাকা। এখনো বাজারে ছাড়া হয়নি ফোনটি। তবে অনলাইন শপিংয়ের মাধ্যমে ফোনটির বুকিং এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এস/এম/অক্টোবর ২২, ২০১৬)