দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার হরতালের মাঝেও সূচক বেড়েছে। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবসের চেয়ে কম হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় উভয় শেয়ারবাজারের লেনদেন।

ডিএসইতে (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪০৯০ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি, কমেছে ১৩৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৯২ লাখ টাকার।

সিএসইতে (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮০১২ পয়েন্টে। সিএসইতে মোট ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭৪ লাখ টাকার।

(এম/নভেম্বর ০৫, ২০১৩)