নাটোর প্রতিনিধি : নির্বাচনসংক্রান্ত সকল সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নাটোরে সার্ভার স্টেশনের উদ্বোধন করা হয়েছে। জেলা কালেক্টরেট ভবন চত্বরে নির্মিত সার্ভার স্টেশনটি রবিবার দুপুরে উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।

এ সময় তিনি বলেন, ‘সকল উপজেলায় সার্ভার স্টেশন স্থাপন করা হবে। এ পর্যন্ত মোট ৫১২টি সার্ভার স্টেশন স্থাপন করা হয়েছে। এতে সাধারণ মানুষ নির্বাচনসংক্রান্ত সুবিধা পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক জাফর উল্লাহ, পুলিশ সুপার ড. নাহিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে জাবেদ আলী সার্ভার স্টেশনের কক্ষগুলো পরিদর্শন করেন। এর আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জাফর উল্লাহর সভাপতিত্বে আয়োজিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনসংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এসকে/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)