জবি প্রতিবেদক : বেদখল হল উদ্ধারে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার দুপুরে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া গণপূর্ত মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়েও দু-একদিনের মধ্যে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক শরীফুল ইসলাম।

সমন্বয়ক শরীফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ‘আট সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি মানা না হওয়া পর্যন্ত আমাদের যৌক্তিক আন্দোলন চলবে।’

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুপুর সোয়া ১২টার দিকে রায় সাহেববাজার মোড়ে অবস্থান নেয়। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে বিক্ষোভ মিছিল করে।

(দ্য রিপোর্ট/এলআরএস/একে/এমডি/এএইচ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)