দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় চলছে ১০ দিনব্যাপী গঙ্গা-যমুনা নাট্যোৎসব। এই উৎসবে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘সময়ের প্রয়োজনে’।

জহির রায়হানের ছোটগল্প অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। থিয়েটার আর্ট ইউনিট নাটকটি মঞ্চে নিয়ে আসে ২০০৫ সালের ২৩ জুলাই।

স্বাধীনতা যুদ্ধকালে একটি ক্যাম্পে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সুখ-দুঃখের জীবনযাপন নিয়ে একজন মুক্তিযোদ্ধা ডায়েরি লিখেছিলেন। সেই ডায়েরি অবলম্বনে জহির রায়হান লিখেছেন ছোটগল্প ‘সময়ের প্রয়োজনে’। এই গল্প থেকেই থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে এনেছে নাটকটি।

এতে অভিনয় করবেন, কামরুজ্জামান মিল্লাত, চন্দন রেজা, এজাজ বারী, রিয়াজ হোসেন, সাইফ সুমন, সাথী রঞ্জন দে, মেহমুদ সিদ্দিকী, মাহফুজ সুমন, জায়েদ, নাসরিন প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/অক্টোবর ২৩, ২০১৬)