দ্য রিপোর্ট ডেস্ক : মৈনাকের শরীর পুরুষের। কিন্তু মন প্রাণে সে একজন নারী! নানা প্রতিকূলতার মধ্যে মৈনাকের মনিকা হয়ে ওঠার কাহিনী নিয়ে কলকাতার মঞ্চে আসছে নাটক ‘মৈনাক টু মনিকা’। নাটকটিতে মৈনাকের ভূমিকায় অভিনয় করবেন রূপান্তরকামী সোহিনী।

ঋতুপর্ন ঘোষের হাত ধরে কলকাতার চলচ্চিত্রে অনেকদিন আগেই সমকামী-রূপান্তকামীদের কাহিনি এসেছে। এবার সুমন অধিকারির হাত ধরে কলকাতার মঞ্চে আসছে সমকামী-রূপান্তকামীদের কাহিনী। কলকাতার মঞ্চে এবার আসছে রূপান্তরকারীর গল্প।

‘মৈনাক টু মনিকা’ নাটকে এমনটাই দেখা যাবে। ‘দ্য ট্রুথ অ্যাবাউট মি’র অনুকরণে তৈরি সুমনের ‘মৈনাক টু মনিকা’। এছাড়া এই নাটকে রয়েছে আরও ৯ জন রূপান্তরকারী। এখন চলছে মহড়া। শীঘ্রই মঞ্চস্থ হবে ‘মৈনাক টু মনিকা’।

এ প্রসঙ্গে সুমন বলেন, ‘গতানুগতিকের বাইরে গিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম। রূপান্তরকামীদের নিয়ে কাজ হয়েছে ঠিকই তবে তেমনভাবে কিছু হয়নি। এজন্য এই বিষয়টিকে বেছে নিলাম।’

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/অক্টোবর ২৩, ২০১৬)