চট্টগ্রামে আগুনে পুড়েছে ১০ বসতঘর
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে আলকরণ এলাকায় আগুনে পুড়েছে ১০টি বসত ঘর।
রবিবার (২৩ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টা ৫০ মিনিটে কোতোয়ালী থানার আলকরণ এলাকার জহুরুল আলম দোভাষের মালিকানাধীন সেমিপাকা ভাড়াঘরে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ চন্দনপুরা, নন্দনকানন ষ্টেশন থেকে ৩টি ইউনিটের ৯টি গাড়ি গিয়ে দু’ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।কুপি বাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করছেন তিনি।
তিনি আরও জানান, আগুনে মালামালসহ প্রায় ১০টি সেমিপাকা ভাড়াঘর পুড়ে যায়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হতে পারে।তবে ফায়ার সার্ভিস প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ রক্ষা করতে পেরেছে।
(দ্য রিপোর্ট/একেএ/এমকে/অক্টোবর ২৩, ২০১৬)