নোয়াখালীতে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের একটি ডোবা থেকে সিরাজুল ইসলাম মিরন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
নিহত সিরাজুল ইসলাম তাজুল ইসলাম মাস্টারবাড়ির মেসবাহ উদ্দিনের ছেলে। সে নেয়াজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের বাবা মেসবাহ উদ্দিন জানান, ১৮ জানুয়ারি সন্ধ্যায় মিরন তার পড়ার কক্ষে পড়ছিল। এ সময় পাশের বাড়ির আল-আমিন, শহীদ উল্লাহ, নাহিদ, মাসুদসহ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মিরনকে অনেক খোঁজাখুঁজির পরও আর পাওয়া যায়নি।
রাতে বাড়ির উত্তর পাশের একটি ডোবার মধ্যে স্থানীয় কয়েকজন মাছ ধরতে গেলে একটি মৃতদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘রবিবার সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় নিহতের বাবা মেসবাহ উদ্দিন বাদী হয়ে আল-আমিন, শহীদ উল্লাহ, নাহিদ, মাসুদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
(দ্য রিপোর্ট/এইউএম/এফএস/এএস/এএইচ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)