দ্য রিপোর্ট প্রতিবেদক : ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিষ্টেমসের ২ সাবসিডিয়ারি (অধীনস্থ) কোম্পানির উৎপাদন শুরু হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারে (ইপিএস) ৫১৬.৬৭ শতাংশ আয় বেড়েছে। কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরের ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ইপিএস বাড়ার খবরে শেয়ার দরেও ব্যাপক উত্থান হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারের ২১.৮৮ শতাংশ দাম বেড়েছে।

বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৮০.৯ টাকা। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৯৮.৬ টাকায়। এ দিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৮৬ টাকা থেকে ১০৫ টাকায়।

ডরিন পাওয়ার চলতি বছরের ১ম প্রান্তিকে প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে (সমন্বিত) ২.২২ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১.৮৬ টাকা বা ৫১৬.৬৭ শতাংশ।

চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানিটির প্রতিটি শেয়ারে পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক (১.৪৪) টাকা। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে (সমন্বিত) ৩৬.৫৬ টাকা।

(দ্য রিপোর্ট/আরএ/অক্টোবর ২৩, ২০১৬)