দ্য রিপোর্ট প্রতিবেদক : তনু হত্যার তদন্তে ভালো অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ। রবিবার মালিবাগের সিআইডি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা চুপচাপ কাজ করি। মিডিয়াতে কম আসি। তনু হত্যা তদন্তে ভালো অগ্রগতি হয়েছে। শিগগিরই পরিপূর্ণ ফল পাওয়া যাবে বলে আশা করছি। পরিপূর্ণ ফল হাতে পেলে মিডিয়াকে জানানো হবে।’

প্রসঙ্গত, গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে নির্যাতনের পর তনুকে হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়।

এ বিষয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী তনুর বাবা ইয়ার হোসেন ২১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সারাদেশে ব্যাপক তোলপাড় হয়। তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। তবে ঘটনার সাত মাসেও হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

(দ্য রিপোর্ট/এমএসআর/এম/এস/এপি/অক্টোবর ২৩, ২০১৬)