দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদন করেছেন কাউন্সিলররা। গঠনতন্ত্র সংশোধনের এ পর্বটি সঞ্চালনা করেন সদ্যঘোষিত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ঘোষণাপত্র উপস্থাপনের পর শেখ হাসিনা কাউন্সিলরদের নিকট থেকে তা অনুমোদন করিয়ে নেন।

২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় এবং সমাপনী দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে কাউন্সিল অধিবেশনের সভাপতি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘ঘোষণাপত্র যুগোপযোগী করা হয়েছে। ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করা হয়েছে। আপনাদের সম্মতি থাকলে হ্যাঁ বলে সমর্থন জানান’।

ঘোষণাপত্রে জঙ্গিবাদ দমন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, আগামীদিনের নির্বাচন প্রক্রিয়া, রূপকল্প ২০২১ ও ভিশন ২০৪১ সম্পন্ন করার জন্য যাবতীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।

ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন শেষে দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদীয় কমিটি ও স্থানীয় সরকার ও পরিষদ বোর্ডের কমিটি ঘোষণা করা হয়। দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সর্বসম্মতিক্রমে বাকি কমিটি করা হবে বলে সম্মেলন ঘোষণা মঞ্চে জানান শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/অক্টোবর ২৩, ২০১৬)