দ্য রিপোর্ট প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ। ২৪ অক্টোবর(সোমবার) সকালে চট্টগ্রামে মাত্র ৩৩ রান করতে পারলেই জয়ের স্বাদ পাবে টাইগাররা। আর এ জয়ের ব্যাপরে অনেকটাই আশাবাদী বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাশাপাশি টাইগারদের পারফরমেন্সে বেশ খুশি তিনি। রবিবার(২৩ অক্টোবর)বাংলাদশে-ইংল্যান্ডের মধ্যকার চলা টেস্টের চতুর্থ দিন শেষে গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন তিনি।

টেস্টের শুরুতে হাথুরুসিংহের ভাবনায় ছিল না টিম বংলাদেশ এতটা ভালো করবে বা পঞ্চমদিনে ম্যাচ নিয়ে যাবে। তাই অনেকটা অবাক করা সুরে তিনি বললেন, ‘চার দিন আগেও ভাবিনি ম্যাচে জয়ের মতো অবস্থায় থাকব। আমাদের অসাধারণ একটা গেম-প্ল্যান ছিল।’

তবে তার আক্ষেপের জায়গা টাইগারদের প্রথম ইনিংস। তিনি মনে করেন প্রথম ইনিংসটা আরও ভালো হতে পারতো মুশফিকদের। আর তাতেই নাকি সবচেয়ে বেশি খুশি হতেন এই লঙ্কান কোচ। এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘প্রথম ইনিংসে আরও ভালো করতে পারলে খুশিই হতাম।’

এদিকে এই ম্যাচ জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশ কোচ। তবে ব্যাটিংয়ে নেমে টিকে থাকাটাই চ্যালেঞ্জ বলে মনে করেন চন্ডিকা হাথুরুসিংহে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হবে, সোমবার ম্যাচের পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমে যতক্ষণ সম্ভব টিকে থাকা। আর এই কাজটা করতে পারলে, আমরা জিততে পারবো।’

(দ্য রিপোর্ট/এজে/অক্টোবর ২৩, ২০১৬)