নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শেয়ারচর এলাকায় দগ্ধ হয়ে রাকিব (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়ে রায়হান (২) নামে অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।

দগ্ধ রায়হান নিহত রাকিবের ছোট ভাই এবং ফতুল্লা শেয়ারচর এলাকার আচার বিক্রেতা আজিজ মিয়ার ছেলে।

আজিজ মিয়ার ঘরে দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তারা দগ্ধ হয়। অগ্নিকাণ্ডের সঠিক কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত রাকিবের বাবা আজিজ মিয়া জানান, প্রতিদিনের মতো রবিবার দুপুরেও তিনি বাড়ির পাশে আচার বিক্রি করছিলেন। হঠাৎ করেই তার ঘরে আগুন লেগে যায়। ওই সময় ঘরে রাকিব আর রায়হান ছাড়া আর কেউ ছিল না। আগুন নিভে যাওয়ার পর রাকিব ও রায়হানকে উদ্ধার করে শহরের খানপুর এলাকার ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে আসা হয়।

৩০০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজিম উদ্দিন জানান, অগ্নিদগ্ধ শিশু রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর শিশু রায়হানকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মোর্শেদ আলম জানান, আগুনের খরব পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/এএইচ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)