দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের ওড়িশ্যা রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২১ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘটনায় দুইজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতদের মধ্যে গজারলা রাভি ওরফে উদয়, সুধীর এবং অনিলের মতো শীর্ষ মাওবাদী নেতা আছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার ভোরে রাজ্যের মালকানগিরি জেলার বেজাংগি এলাকায় ওড়িশ্যা-অন্ধ্র প্রদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, মাওবাদীদের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন বলে গোয়েন্দা সূত্রে জানতে পেরে রবিবার বিকেলে বেজাংগিতে ছদ্মবেশে অবস্থান নেয় পুলিশ।

অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেয় বিখাশাপত্তনমের বিশেষ সশস্ত্র বাহিনী এবং অন্ধ্রপ্রদেশের গ্রে হাউন্ড বাহিনী।

পুলিশ জানিয়েছে, তারা মালকানগিরি থেকে ১০ কিলোমিটার দূরে মাওয়াবাদীদের একটি ক্যাম্পে হামলা চালায়। ওই ক্যাম্পে ৫০ থেকে ৬০ জন মাওয়াবাদী একটি বৈঠকের জন্য একত্রিত হয়েছিলেন।

ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল, পাঁচটি এসএলআর এবং ৩০৩ রাইফেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এআরই/অক্টোবর ২৪, ২০১৬)