সিটির প্রতিশোধ
দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে হারের প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে চেলসি ১-০ গোলে হারিয়েছিল ম্যানুয়েল পেলেগ্রিনির দলটিকে। কিন্তু এফএ কাপে চেলসি দারুণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। উল্টো ২টি গোল হজম করতে হয়েছে হোসে মরিনহো বাহিনীকে। শনিবার রাতে ২-০ গোলে জিতে সিটি এফএ কাপের শেষ আটে উঠেছে।
ইতিহাদ স্টেডিয়ামে সিটিকে গোল এনে দিয়েছেন স্টিভান জোভেটিক ও সামির নাসরি। জোভেটিক ১৬ মিনিটে গোল করেছিলেন। সিটির দ্বিতীয় গোলটি করেছেন ফরাসি তারকা নাসরি ৬৭ মিনিটে।
ম্যাচ শেষে সিটির অধিনায়ক ভিনসেন্ট কম্পানি বলেছেন, ‘আমরা আজ প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ১২ দিন আগে আমাদের খেলাটি আসলেই বাজে ছিল। আমরা তাদের সুযোগ করে দিয়েছিলাম। কিন্তু আমরাও সুযোগ তৈরি করেছি। আজ শুধু মানিয়ে নিয়েছি আমরা। তারা ওইভাবেই খেলেছে আর এটাই আমাদের কাজ সহজ করে দিয়েছ।’
এদিকে উইগান অ্যাথলেটিক ২-১ গোলে কার্ডিফ সিটিকে এবং সান্দারল্যান্ড ১-০তে সাউদাম্পটনকে হারিয়েছে।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)