দ্য রিপোর্ট প্রতিবেদক : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বান্ধবীসহ শারীরিক লাঞ্ছনা ও মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ শিক্ষার্থী। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে। আহতাবস্থায় দুই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ওই দুই জবি শিক্ষার্থী হলেন—হাসিনুর রাব্বি রিক্ত (২৩) ও রফিকুল ইসলাম রাব্বি (২৩)।

তাদের বন্ধু মাশফিকুল আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনিসহ তার ৫ বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তাদের দুই বান্ধবী হাসি ও আশাকে ঢাবির কিছু বখাটে শিক্ষার্থী ইভটিজিং করে ও ধাক্কা দেয়। এর প্রতিবাদ করায় হাসিনুর ও রফিকুলকে ওই বখাটেরা পিটিয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষ ছিল, এমনকি পুলিশও ছিল। কিন্তু কেউ তাদের রক্ষা করতে এগিয়ে আসেননি।

মাশফিকুল আরও জানান, তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (স্নাতক) শিক্ষার্থী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরএস/এমএসআর/জেডটি/অক্টোবর ২৪, ২০১৬)