দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় অন্তত ৫০ জন ক্যাডেট ও প্রহরী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার গভীর রাতে বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের কলেজে। এছাড়া হামলায় আহত হয়েছেন বহু মানুষ।

বিবিসির খবরে বলা হয়, হামলাকারীরা কলেজটির হোস্টেলে ঢুকে পড়ে এবং সেখানকার অনেক বাসিন্দাকে জিম্মি করে।

পরে সেনাবাহিনী কলেজটিতে অভিযান চালিয়ে কয়েকজন হামলাকারীকে গুলি করে হত্যা করে। ধারণা করা হচ্ছে, বাকিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে। এর আগে কোয়েটায় বিচ্ছিন্নতাবাদী ও কথিত ইসলামিক স্টেট উভয় দলই অতীতেও এরকম আরও হামলা চালিয়েছে।

গত অাগস্ট মাসেও কোয়েটার প্রধান হাসপাতালে এক হামলায় ৭০ জন মানুষ মারা যায়।

তবে গভীর রাতে পুলিশ প্রশিক্ষণ কলেজে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ২৫, ২০১৬)